বাংলা কমিকসের জনক দেবনাথ মারা গেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৪:০২

বাংলা কমিকসের জনক দেবনাথ মারা গেছেন

মঙ্গলবার সকালে বাংলা কমিকসের জনক নারায়ণ দেবনাথ (৯৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

২৪ ডিসেম্বর তাকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস থেকে শুরু করে কিডনির সমস্যা বাড়ছিল। এমনকি কমছিল রক্তে অক্সিজেনের মাত্রাও। স্বাস্থ্যে বিপজ্জনক অবনতি হওয়ায় ১৬ জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো না তার। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কয়েক প্রজন্মের বাঙালি কিশোর বেলার সঙ্গী হয়ে রয়েছে তার সৃষ্টি করা একের পর এক চরিত্র। সেই হাঁদা, ভোঁদা, বাঁটুল, নন্টে, ফন্টে, কেল্টুদের রেখে চলে গেলেন এসবের রচয়িতা নারায়ণ। বাংলা চিত্রকাহিনি বা কমিকসের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top