পুতিন-রাইসির বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০০:৪৮
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশ করেন তারা। তাছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।
বুধবার (১৯ জানুয়ারি) দুই দিনের সফরে মস্কো পৌঁছান রাইসি। ২০১৭ সালের পর এই প্রথম রাশিয়া সফর করলেন ইরানের কোনো প্রেসিডেন্ট। জানা গেছে, বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।
এদিকে রাইসি বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য বেড়েছে ৬ শতাংশ। নানা প্রকল্পে পারস্পারিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ মোকাবিলায়ও সক্ষম হয়েছি সিরিয়াকে সহযোগিতা করতে। তিনি আরও বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। তবে ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না নিষেধাজ্ঞা ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি president of iran Ibrahim Raisi Vladimir Putin russia president রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।