খুলে দেয়া হচ্ছে দিল্লির স্কুল ও কলেজ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ০২:২২
করোনা সংক্রমণ কমে যাওয়ায় সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে খুলে দেয়া হচ্ছে দিল্লির স্কুল ও কলেজ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক অনলাইন ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোড়িয়া।
তিনি জানান, দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) ৭ ফেব্রুয়ারি থেকে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের জন্য স্কুলগুলির পাশাপাশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলিতে আবারও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি থেকে নার্সারি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ক্লাস পুনরায় শুরু করা হবে বলেও জানান মনীশ সিসোড়িয়া।
তিনি বলেন, যেসব শিক্ষক এখনও টিকা নেননি তাদের অনুমতি দেয়া হবে না ক্লাস নেয়ার। এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) করোনা বিধিনিষেধের মধ্যেই পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজ খুলে দেওয়া হয়।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: দিল্লি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।