ইউক্রেনে রাশিয়ার ৪৫০ সেনা নিহত, দাবি যুক্তরাজ্যের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০৭:৩২

ইউক্রেনে রাশিয়ার ৪৫০ সেনা নিহত, দাবি যুক্তরাজ্যের

ইউক্রেনে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে হতাহতের কথা জানানো হলেও রাশিয়া স্পষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কথা জানিয়ে বেন ওয়ালেস বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনজুড়েই হামলা চালাতে চায়।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত ও ৩১৬ জন আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনে চলমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে কিয়েভ সরকারের পতন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে দেশটি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top