বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

রাশিয়ার অনুরোধ ফিরিয়ে দিলো কাজাখস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০০:১৬

রাশিয়ার অনুরোধ ফিরিয়ে দিলো কাজাখস্তান

ইউক্রেনে একের পর হামলা চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। হামলার তৃতীয় দিনে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। যদিও রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করার দাবি করেছে ইউক্রেন।

এসবের মধ্যেই আরও শক্তি বাড়াতে রাশিয়া কাজাখস্তানের সাহায্য চেয়েছে। এনবিসি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে সৈন্য পাঠাতে কাজাখস্তানের প্রতি অনুরোধ জানিয়েছিল রাশিয়া। তবে রুশ সরকারের যুদ্ধে জড়ানোর অনুরোধ প্রত্যাখান করেছে কাজাখস্তান। একইসঙ্গে রাশিয়া কর্তৃক ইউক্রেনের দুই অঞ্চল- দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বলেও জানিয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ।

কাজাখস্তান রাশিয়ার ঐতিহ্যবাহী মিত্র। তাদের কাছ থেকে রাশিয়ার সাড়া না পাওয়াকে ‘আশ্চর্যজনক উন্নয়ন’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: এনবিসি নিউজ


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top