ইউক্রেনকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩৫
ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মান সরকার। এক হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং ৫০০টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র সরবরাহ করবে জার্মানি।
জার্মান চ্যান্সেলর ওলাফ চ্যান্সেলর ওলফ শোলজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন। রাশিয়ান আক্রমণকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করে শোলজ টুইটারে জানান, পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর কাছ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা আমাদের দায়িত্ব।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জার্মানির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।