বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

‘ন্যাটোর সদস্য হতে আগ্রহ কমেছে ইউক্রেনের’

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০১:২৯

‘ন্যাটোর সদস্য হতে আগ্রহ কমেছে ইউক্রেনের’

যুদ্ধের ১৩তম দিনে এসে কিছুটা হলেও সুর নরম করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এখন থেকে তার দেশ ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য জোরাজুরি করবে না।

ইউক্রেনে হামলার পেছনে রাশিয়ার অন্যতম একটি কারণ ছিল ন্যাটোতে যোগ দেওয়ার জন্য কিয়েভের তৎপরতা। সেক্ষেত্রে জেলেনস্কির এই বক্তব্যের যথেষ্ঠ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এবিসি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমরা অনেক আগেই বুঝতে পেরেছি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিতে রাজি নয়। আর তাই আমি এ বিষয়টি নিয়ে আর মাথা ঘামাতে চাই না। মিত্ররা মূলত বিতর্কিত বিষয় এবং রাশিয়ার সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছে।’

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: ন্যাটো


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top