ইউক্রেন ইস্যুতে আজ আলোচনা করবেন বাইডেন-শি জিনপিং
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ০৩:১৬
ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে চীন রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশ দুইটির মধ্যে নতুন করে টানাপড়েনের মধ্যেই টেলিফোনে এ আলোচনা হতে যাচ্ছে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ রক্ষার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হবে। তারা দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ও পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলেও জানানো হয়।
ইউক্রেন ইস্যুতে চীন রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এজন্য কড়া হুঁশিয়ারিও উচ্চারণ করে যুক্তরাষ্ট্র।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।