তৃতীয় সন্তান থাকায় ভারতে ১ হাজার কর্মচারীকে শোকজ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২, ০৪:২৮

তৃতীয় সন্তান থাকায় ভারতে ১ হাজার কর্মচারীকে শোকজ

ভারতের মধ্যপ্রদেশের ভোপালের এক হাজার সরকারি শিক্ষক-কর্মচারীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কারণ তারা দুটির বেশি সন্তান গ্রহণ করেছে।

শনিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে একথা জানিয়েছে এএনআই।

সংবাদ মাধ্যমকে বোপালের বিদিশা শহরের শিক্ষা কর্মকর্তা এ কে মোডগিল বলেন, দুইয়ের অধিক সন্তান থাকা সরকারি শিক্ষক-কর্মচারীদের আমরা শোকজ চিঠি পাঠিয়েছি। এখন তাদের অনেকেই বলছেন তারা সরকারি নিয়ম জানতেন না। তাদের দেওয়া নিয়োগ পত্রে সন্তানের বিষয়ে কোনো কিছু লেখা ছিল না।‘

এ কে মোডগিল বলেন, ‘২০০০ সালে মধ্যপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, কোনো সরকারি কর্মচারী ২০০১ সালের ২৬ জানুয়ারির পর দুটির বেশি সন্তান যদি নেন তাহলে তাদের চাকরি থাকবে না। তবে এ নিয়মের কথাটি শিক্ষা অধিদপ্তর কর্মকর্তারা সে সময় নিয়োগ পাওয়াদের জানায়নি। তবে ২৬ জানুয়ারি ২০০১-এর পরের প্রতিটি নিয়োগপত্রে এই নিয়মের কথা উল্লেখ করা হয়েছে।’

তিনি আরো বলেন, সম্প্রতি এ বিষয়টি প্রকাশ্যে এনেছেন রাজ্যের এক বিধায়ক। তিনি বিধানসভায় জানতে চান, ২০০০ সালে রাজ্য সরকারের ওই নির্দেশিকা অনুযায়ী এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই তথ্য খুঁজতে গিয়েই দেখা যায়, মোট ১ হাজার জন শিক্ষক-কর্মচারীকে তিন বা তার বেশি সন্তান নেওয়ার জন্য শোকজ করা হয়েছে।

সূত্র: দ্য ইকনোমিক টাইমস

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top