ইউরোপে করোনার নতুন ঢেউ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ১১:০১
শীত মৌসুম আসার সাথে সাথে ইউরোপে কোভিড-১৯ এর নতুন ঢেউ শুরু হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই সময় টিকা নিয়ে বিরক্তি ও সংশয় বুস্টার ডোজ গ্রহণকে সীমিত করতে পারে বলে জানিয়েছেন তারা।
করোনার ওমিক্রন ভেরিয়েন্টের সাবভেরিয়েন্ট বিএ ৪/৫ এবার গ্রীষ্মে ব্যাপক হারে সংক্রমণ ঘটিয়েছে। এখনও বেশিরভাগ সংক্রমণের পিছনে এই সাবভেরিয়েন্টটি রয়েছে। কিন্তু ওমিক্রনের আরও সাবভেরিয়েন্ট শক্তিশালী হওয়া শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা চলতি সপ্তাহে জানিয়েছেন, ওমিক্রনের শত শত নতুন রূপ বিজ্ঞানীরা শনাক্ত করছেন।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নে করোনা শনাক্ত পরীক্ষায নাটকীয়ভাবে কমে যাওয়ার পরেও গত সপ্তাহে মোট শনাক্ত ১৫ লাখে পৌঁছেছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮ শতাংশ বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ব্রিটেনের পাশাপাশি ১৭ দেশের ব্লকের অনেক দেশে হাসপাতালে করোনা আক্রান্তের ভর্তির সংখ্যা বেড়েছে।
৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ইতালিতে উপসর্গসহ কোভিড -১৯ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় ৩২ শতাংশ বেড়েছে। একই সময় আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২১ শতাংশ বেড়েছে। একই সপ্তাহে, ব্রিটেনে কোভিড হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ইউরোপ করোনা ভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।