আসছে ‘আরআরআর-২’, ঘোষণা দিলেন রাজামৌলি

রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০১:০৩

আরআরআর-২

ভারতে বক্স অফিসে একের পর এক বলিউড সিনেমা মুখ থুবড়ে পড়ছে। অথচ একই সময়ে প্যান ইন্ডিয়ান সিনেমাগুলো ব্লববাস্টার হিট। তামিল-তেলেগু একেকটি সিনেমা বিভিন্ন ভাষায় হাজার কোটি রুপি ব্যবসা করছে। তাদের মধ্যে অন্যতম এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু নামে দুই বীর যোদ্ধাকে নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প।

চরিত্র দুটিতে অভিনয় করেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। পাশাপাশি বিশেষ চরিত্রে ছিলেন আলিয়া ভাট ও অজয় দেবগণও।

চলতি বছরের মার্চের ২৫ তারিখ সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বজুড়ে ঈর্ষণীয় ব্যবসায়িক সফলতা পায় তেলেগু সিনেমাটি। দর্শকমহলে তুমুল প্রশংসাও লাভ করে। এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

অক্টোবরের ২২ তারিখ জাপানে মুক্তি পেয়েছে ‘ট্রিপল আর’। সিনেমাটির মুক্তি উপলক্ষে জাপানে গিয়েছেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণসহ সিনেমার টিম। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজামৌলি। এসময় সিক্যুয়েল নির্মাণের খবর দেন তিনি।

এস এস রাজামৌলি বলেন, আমার সব চিত্রনাট্য বাবা (বিজয়েন্দ্র প্রসাদ) লেখেন। আপাতত ‘ট্রিপল আর’ সিনেমার সিক্যুয়েলের চিত্রনাট্যের কাজ করছেন তিনি। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। ‘ট্রিপল আর টু’ সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে। 

তবে সিনেমাটির অভিনেতা বা শুটিংয়ের বিষয়ে কিছু জানাননি এই নির্মাতা। সুপারহিট এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে কাজ করছে আলাদা রকমের উত্তেজনা। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবির সিক্যুয়ালের অপেক্ষায় আছেন সিনেপ্রেমীরা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top