বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬৬ লাখ ৩৭ হাজার ছাড়লো
রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ২৩:৩৮

বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৬ জন এবং মারা গেছেন ৬৬ লাখ ৩৭ হাজার ৪০৪ জন।
আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫ লাখ ৭ হাজার ৮০২ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪ হাজার ৮৭৮ জন।
রাশিয়ায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৮৯০ জনের।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ৪৪ জন।
ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন এবং মারা গেছেন ৯৫ জন। একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ৫৯ জন।
তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৭৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১০ জন।
এরআগে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।