কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

রায়হান রাজীব | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ০১:৫০

কঙ্গোতে বিদ্রোহীদের হামলা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিগত টুটসি গোষ্ঠীর নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এম২৩ মুভমেন্টের মধ্যে দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে লড়াই চালছে। এতে করে ওই এলাকাটি বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

এম২৩ মুভমেন্ট গ্রুপের রাজনৈতিক মুখপাত্র লরেন্স কানিউকা বলেছেন, কিশিশেতে বেসামরিক মানুষের ওপর হামলা নিয়ে এম২৩ আন্দোলনের বিষয়ে যে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।

জাতিসংঘের মহাসচিবের এক মুখপাত্র বলেছেন, কিশিশে অঞ্চলে এম২৩ এবং স্থানীয় মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষের সময় মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে প্রচুর পরিমাণে বেসামরিক হতাহতের ঘটনা রয়েছে।

কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী সব হামলার জবাব এবং কঙ্গোর জনগণকে রক্ষা করায় সম্ভাব্য সবকিছু করতে বাধ্য।

চলতি সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় কিশিশে শহরে এই ঘটনা ঘটে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top