ভারতের মণিপুরে বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৬:০৯
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন শিক্ষার্থী, আহত হয়েছেন আরও বহুসংখ্যক। বুধবার সকালে রাজ্যের ননেই জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রশাসন ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস দু’টির যাত্রীরা সবাই মণিপুরের থৌবাল জেলার ইয়ারপক শহরের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মচারী। বুধবার সকালে স্কুল ক্যাম্পাস থেকে দু’টি বাসে করে শিক্ষাসফরে রওনা হয়েছিলেন তারা, গন্তব্য ছিল খৌপুম গ্রাম। যাত্রাপথে ননেই জেলার লোংসাই তুবং এলাকার পাহাড়ি সড়কে সংঘর্ষ হয় বাস দু’টির।
দুর্ঘটনার পর অল্প সময়ের মধ্যেই পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। হতাহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে কয়েক জনকে রাজধানী ইম্ফলের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা আছে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ভারত মণিপুর বাস দুর্ঘটনা শিক্ষার্থী নিহত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।