সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

বাইক স্টান্ট দেখতে গিয়ে ১৪ জনের মৃত্যু

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০২:৪৫

নাইজেরিয়ায় বাইক স্টান্ট দেখতে গিয়ে মৃত্যু

নাইজেরিয়ার কালাবারে বাইকারদের একটি কার্নিভালে মদ্যপ এক ব্যক্তির গাড়ি চাপায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ওই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লোকজনকে চাপা দেন। ২০০৪ সাল থেকে শুরু এই কার্নিভাল। ডিসেম্বরজুড়ে আফ্রিকার এটি সবচেয়ে বড় ‘স্ট্রিট পার্টি’। দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এই কার্নিভাল।

গত দুই বছর ধরে করোনার কারণে বাতিল হওয়ার পর এবারই প্রথম এই কার্নিভালের আয়োজন করা হয়। মঙ্গলবারের ঘটনাটি ঘটে জনপ্রিয় বাইকারদের প্যারেড চলাকালীন একটি প্রধান কার্নিভাল রুটে। যেখানে যানবাহন চলাচল বন্ধ ছিল। এই ইভেন্টে সারাদেশের সেলিব্রিটিসহ বাইক আরোহীরা, যাদের মধ্যে অনেকে ভিন্ন সাজপোশাকে অংশ নেন।

আরও পড়ুন: বিশ্ব মিডিয়ায় ঢাকার মেট্রোরেল

দেশটির পুলিশ জানিয়েছে, ওই গাড়ি চালক মদ্যপ অবস্থায় ভিড়ের মাঝে গাড়ি চালিয়ে দেন। পরে তাকে আটক করা হয়েছে।

ক্রস রিভার রাজ্যের গভর্নর অধ্যাপক বেন আয়াদে বাইকারদের প্যারেডের বাকি আয়োজন বাতিল করেছেন। অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে কার্নিভালের বাকি আয়োজন বাতিল করা হয়নি। আতশবাজি প্রদর্শনের মাধ্যমে ইংরেজি নববর্ষের প্রাক্কালে কার্নিভালের সমাপ্তি হবে।

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top