সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

বিদেশিদের জন্য বাড়ি কেনায় নিষেধাজ্ঞা কানাডায়

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩, ১১:৩৩

কানাডা

আবাসন সংকট সমস্যা বৃদ্ধি পাওয়ায় বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কানাডায় ১ জানুয়ারি থেকে একটি নতুন আইন কার্যকর হয়েছে। আইনে বিদেশি বিনিয়োগকারীদের দুই বছরের জন্য বাড়ি কেনায় নিষিদ্ধ করা হয়েছে। খবর সিএনএনের।

আরও পড়ুন: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৫

অবশ্য এই আইন শুধুমাত্র শহরাঞ্চলের বাসস্থানগুলোর ক্ষেত্রেই প্রোযোজ্য হবে। সামার কটেজ বা বিনোদোনমূলক কোনো সম্পদের ক্ষেত্রে নতুন এই নিয়ম প্রযোজ্য হবে না।

মূলত, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও বাড়ির দাম আকাশ ছোঁয়া হওয়ায় অনেক মধ্যম আয়ের কানাডিয়ানদের জন্য বাড়ি ক্রয় হয়ে উঠেছে সামর্থ্যের বাইরে। ট্রুডোর সরকার এই সমস্যা সমাধানের জন্য বিদেশিদের বাড়ি কেনার ওপর অস্থায়ী এ নিষেধাজ্ঞা প্রদান করেছে।

অবশ্য অনেক বিশেষজ্ঞ বলছেন, সরকারের এ সিদ্ধান্ত দেশের সার্বিক আবাসন খাতে খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ আবাসন খাতে বিদেশি অর্থাৎ কানাডার নাগরিক নন এমন ক্রেতার সংখ্যা ৫ শতাংশেরও কম। তাই এই সমস্যা সমাধানে সরকারকে আরও টেকসই সমাধান বের করতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top