গুপ্তচরবৃত্তির অভিযোগ

ইরানে সরকারের সমালোচনা করায় লেখককে মৃত্যুদণ্ড

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০৭:১৩

লেখক ও চিত্রশিল্পী মেহেদি বাহমান

ইরানের ভিন্নমতাবলম্বী লেখক ও চিত্রশিল্পী মেহেদি বাহমানকে গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানের একটি ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। টাইমস নাও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ইসরায়েলি টেলিভিশন 'চ্যানেল ১৩' এ একটি সাক্ষাৎকার দেন মেহেদি। ওই সাক্ষাৎকারে তিনি তেহরান সরকারের সমালোচনা করেন এবং ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।

গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ শুরু হয়। সরকার বিরোধী এই বিক্ষোভ ক্রমেই ব্যাপক আকার ধারণ করেছে। এরই মধ্যে মেহেদির মৃত্যুদণ্ডের বিষয়টি সামনে এসেছে।

আরও পড়ুন>>>মেট্রোরেলে ৫ দিনে ৪৬ লাখ ৮০ হাজার টাকার টিকিট বিক্রি

মেহেদি তার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গ্রেফতার হওয়ার ভয় নেই তার। কিন্তু তার সাক্ষাৎকার প্রচারের পর গত অক্টোবরের শেষের দিকে ইরানি কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।

মেহেদি প্রায়ই তার লেখায় ধর্মীয় সহাবস্থানের কথা বলেন। তিনি শিয়া ধর্মগুরু মাসুমি তেহরানির সঙ্গে বিভিন্ন ধর্মীয় চিত্রকর্ম তৈরি করতে কাজ করেছিলেন। মাসুমি তেহরানিকেও গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই ইরানে দীর্ঘতম সরকার বিরোধী বিক্ষোভ।

হিজাব নীতি অনুসরণ না করার জন্য ২২ বছর বয়সী মাহশা আমিনিকে ইরানের নীতি পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। এর নেতৃত্বে রয়েছে নারীরা।

বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, দেশে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দীর্ঘদিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ দেশটির শাসন ব্যবস্থাকে নাড়া দিয়েছে। ইরানের শাসক গোষ্ঠী বিক্ষোভকে 'দাঙ্গা' বলে অভিহিত করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top