সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

পাকিস্তানে রাতে সাড়ে ৮টায় মার্কেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান ব্যবসায়ীদের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৬:৫৬

পাকিস্তান

পাকিস্তানে রাত সাড়ে ৮টায় মার্কেট বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ী, রেস্টুরেন্ট মালিক এবং ব্যবসায়ী সংগঠনগুলো। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

জ্বালানি সাশ্রয় এবং আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমাতে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, জ্বালানিতে খরচ কমাতে ও বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট রাত ৮টা ৩০ মিনিটে বন্ধ হয়ে যাবে এবং কনভেনশন সেন্টার রাত ১০টার মধ্যে বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ব্যবসায়ী সম্প্রদায়ের নেতারা বুধবার সংবাদ সম্মেলন করেছেন।

খাজা আসিফকে কটাক্ষ করে এক ব্যবসায়ী নেতা বলেছেন, ‘একটি সরকার কিভাবে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে যখন তার সংশ্লিষ্ট বিভাগে মন্ত্রী নেই? অবাক করার বিষয়ে হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রী বিদ্যুৎ খাতের সিদ্ধান্ত নিচ্ছেন।’

তিনি প্রশ্ন করেন, সরকার এলিট শ্রেণির সুযোগ-সুবিধা বন্ধ করছে না কেন? মন্ত্রীরা তাদের বিদেশ সফর বন্ধ করলে খরচ অনেক কমবে।

এনএফ৭১/আরআর/২০২২



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top