সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী ছাত্রের গুলিতে শিক্ষিকা আহত

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ০০:৩৯

যুক্তরাষ্ট্রে ছাত্রের গুলিতে শিক্ষিকা আহত

ক্লাস চলাকালে শিক্ষিকাকে গুলি করে আহত করেছে ছয় বছর বয়সী শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।  খবর: দ্য গার্ডিয়ান, আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্র প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। ঘটনার আগ মুহূর্তে ক্লাসে শিক্ষিকার সঙ্গে তর্কাতর্কি হয়েছিল তার। একপর্যায়ে আকস্মিক শট গান বের করে শিক্ষিকাকে তাক করে গুলি ছোঁড়ে সে। এতে গুরুতর আহত হন তিনি। রয়েছে প্রাণ হানির ঝুঁকিও। এ ঘটনায় আর কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন>>>ইরানে হিজাববিরোধী বিক্ষোভের জেরে আরও ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

অভিযুক্ত ওই শিক্ষার্থীকে এরইমধ্যে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ভার্জিনিয়া পুলিশের কর্মকর্তা স্টিভ ড্রিউ বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্টভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

রিচনেক এলিমেন্টারি স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা আগে ওই ছাত্রের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। স্কুলের অধ্যক্ষ জর্জ পার্কার বলেন, আমরা সকলেই স্তম্ভিত হয়েছি। স্কুলছাত্রদের হাতে যাতে কোনো অবস্থাতেই আগ্নেয়াস্ত্র না আসে, তা আমাদেরই নিশ্চিত করতে হবে।

তবে শিশুটির কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এলো সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রশাসন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top