সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ক্রিস হিপকিনস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩, ২১:৩৮

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস

জেসিন্ডা আরডার্ন পদত্যাগ করার পর আলোচনার কেন্দ্রে ছিল কে হচ্ছেন নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী। অবশেষে নতুন প্রধামন্ত্রী পেয়ে গেছে নিউজিল্যান্ড। দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা বিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিনস নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) হুট করে জেসিন্ডা আরডার্ন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়ার পর হিপকিনস নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। কারমেল সেপুলোনিও দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আরও পড়ুন: আজ থেকে পল্লবী স্টেশনে থামবে মেট্রো রেল

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মন্দার মধ্যে আগামী অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টিকে জয়ী করার জন্য লড়াইয়ের মুখোমুখি হতে হবে ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিনসকে।

২০০৮ সালে ক্রিস হিপকিনস প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ২০২০ সালের নভেম্বরে দায়িত্ব পান করোনাবিষয়ক মন্ত্রীর। পরে বদল করা হয় তার দপ্তর।

শপথ নেয়ার পর ক্রিস হিপকিনস বলেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ এবং দায়িত্ব। সাহসের সঙ্গে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top