রমজানে সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন
শাকিল খান | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০০:৩০
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে, আগ্রাসন-সহিংসতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। রোববার (১৯ মার্চ) মিসরে হওয়া বহুমুখী বৈঠকে আসে এ সিদ্ধান্ত। এর মাধ্যমে, শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, এমনটাই দাবি মধ্যস্থতাকারীদের।
এদিকে, সংলাপে গৃহীত বিধিমালা মানতে নারাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, শান্তির নামে মূলা ঝোলাচ্ছে পশ্চিমারা। বৈঠক রেখে ইসরায়েলি মতাদর্শই চাপাচ্ছে ফিলিস্তিনিদের ওপর।
এর আগে ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে বাড়তে থাকা সহিংসতা বন্ধে ২৬ ফেব্রুয়ারি জর্ডানের মধ্যস্থতায় বৈঠক করেন দুই ভূখণ্ডের শীর্ষ কর্মকর্তারা। ইসরাইল অধিকৃত পশ্চিমতীর এবং গাজায় শান্তি ফেরাতে বহুবছর পর প্রথমবারের মতো দুই ভূখণ্ডের নিরাপত্তা প্রধানদের মধ্যে লোহিত সাগর তীরবর্তী আকাবা বন্দর এলাকায় অনুষ্ঠিত হয় ওই বৈঠক।
চলতি বছরই, ইসরায়েলি সেনাবহরের আগ্রাসন এবং দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯০ ফিলিস্তিনি। গত বছর, এই সংখ্যাটি ছিল দুই শতাধিক।
জে আর/
বিষয়: রমজান ইসরায়েল ফিলিস্তিন newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।