মহারাষ্ট্রে ৪০তলা ভবনের লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু, ঘটনাটি ঘটলো কিভাবে?

শাকিল খান | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ২২:২২

ছবি: সংগৃহীত

মহারাষ্ট্র রাজ্যের থানেতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- হারুণ সেখ, মিথিলেশ, রুপেশ কুমার দাস, মেহেন্দ্র চৌপল, সুনীল কুমার দাস, কারিদাস বাকি একজনের এখনও পরিচয় মেলেনি।

লিফটটি যখন ছিঁড়ে পড়ে, তখন তাতে সাতজন শ্রমিক ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই। লিফটটি ছিঁড়ে ৪০তলা উঁচু ভবনটির ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে ভেঙে পড়ে। ভবনটির নাম রুনওয়াল কমপ্লেক্স।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। ওই বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। তারপরই লিফট দিয়ে নিচে নামছিলেন তারা। সেই সময়েই ঘটে বিপত্তি।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top