সৌদিতে সাড়ে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার, আইন কী বলছে?
শাকিল খান | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫২
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। আবাসন, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ১৫ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে দেশটি। শনিবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।
এতে বলা হয়, গত এক সপ্তাহে গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৮০১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৩ হাজার ৮০৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ২ হাজার ২০৭ জন। তবে, এরমধ্যে বাংলাদেশি আছে কি না, তা জানা যায়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ যদি অনুপ্রবেশকারীদের সৌদি প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয়সহ কোনো ধরনের সহায়তা দিলে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।