কোথায় দাঁড়িয়ে হলিউডের লেখকদের ধর্মঘট? সমঝোতার প্রতিশ্রুতি না সংঘাতের মুখোমুখি...

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৩

ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ মাস ধরে চলা হলিউড লেখক-অভিনয়শিল্পীদের ধর্মঘট অবশেষে শেষ হয়েছে। লেখক এবং প্রযোজকরা এখন ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ ধর্মঘট শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন। খবর বিবিসির

চলতি বছরের ২ মে থেকে শুরু হওয়া ধর্মঘটে ১১ হাজারেরও ফিল্ম এবং টিভি লেখক অংশগ্রহণ করেছেন যারা স্ট্রিমিং যুগে উচ্চ বেতন এবং আরও ভাল কাজের দাবি করছেন। তারা যুক্তি দিয়েছেন যে স্টুডিওগুলি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকে যে আয় করেছে সেই তুলনায় তাদের ক্ষতিপূরণ মিলছে না। লেখকরা নতুন নিয়মও চান যাতে স্টুডিওগুলিকে টিভি শোগুলির জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যক লেখক নিয়োগ করতে হবে। তারা প্রিপ্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনের সমস্ত ধাপে অর্থ প্রদানের নিয়মও চালু করার দাবি জানান।

পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে, এই দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ় অথবা যে কোনও সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসাবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা।

মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড— আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ তথা ‘এসএজি– আফট্রা’র প্রায় এক লক্ষ ৬০ হাজার সদস্য। নেটফ্লিক্স ও ডিজ়নি স্টুডিয়োর বাইরেও ধর্নায় বসেছিলেন লেখক ও চিত্রনাট্যকারেরা। গত মাসে সেই ধর্নায় যোগ দেয় অভিনেতাদের ইউনিয়নও। 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top