চলতি বছরে ভূমধ্যসাগরে ২৫০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
শাকিল খান | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫২
২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টাকালে আড়াই হাজার অভিবাসী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে চলতি বছরের অভিবাসন রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর হয়ে ইউরোপে গেছেন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। আর অন্যরা গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় গেছেন।
ওই সময়ে তিউনিশিয়া থেকে ১ লাখ ২ হাজার ও লিবিয়া থেকে ৪৫ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছেন।
মেনিকদিওয়েলা জানান, এসব অভিবাসীদের মধ্যে প্রায় ৩১ হাজার অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়া এবং ১০ হাজার ৬০০ জনকে লিবিয়া আটক অথবা ফিরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, ২০২২ সালের একই সময়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে মৃত ও নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।