• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রমজানের প্রথম জুমায় ইসলাম গ্রহণ করলেন মার্কিন র‌্যাপার

রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ১২:৪৪

ছবি: সংগৃহীত

এ মুহূর্তে বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম হল ইসলাম। এভাবে চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা টপকে যাবে খ্রিস্টানদের।মার্কিন থিঙ্কট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গবেষণা রিপোর্ট এমনটাই বলছে।

ফলে দিন যত যাচ্ছে বিধর্মীরা শামিল হচ্ছেন ইসলাম ধর্মে। সেই কাফেলায় এবার যোগ দিলেন বিখ্যাত মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক লিল জন।

গেল শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। লিল জনের ইসলাম গ্রহণের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, মসজিদের ইমামের তত্ত্বাবধানে প্রথমে আরবি ও পরে ইংরেজিতে কালেমা পাঠ করছেন তিনি।

১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায় জন্ম হয় লিল জনের। তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। ১৫ বছর বয়সে লিল জন নিজে নিজেই ডিস্কো জকি বা ডিজে শিখেছেন।  লিলের ডিজে হওয়ার ব্যাপারে প্রথম দিকে তার বাবা-মার সায় ছিল না।

স্কেটের দোকানে কাজ করার পাশাপাশি লিল জন বিভিন্ন পার্টিতেও ঘুরতে শুরু করেন। একসময় ডিজে হিসেবে স্থানীয় নাচের ক্লাবগুলোতে কাজ করেন। ২০০০-এর শুরুতে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়।

চলতি রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় বিখ্যাত মার্কিন নাগরিক হচ্ছেন লিল জন। এর আগে, মার্কিন লেখক ও অ্যাকটিভিস্ট শন কিং কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top