গাজায় জিম্মি চুক্তির দাবিতে লাখো ইসরায়েলির সমাবেশ
রায়হান রাজীব | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৯
গাজায় জিম্মি চুক্তির দাবিতে অন্তত এক লাখ মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
গাজায় থাকা জিম্মিদের মুক্তির চুক্তির দাবিতে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষ সমাবেশ করেছেন। এই দাবি করেছে বিরোধীরা।
হামাসের হাতে জিম্মি ইলাদ কাতজিরের মরদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উদ্ধারের পর তেল আবিব ও অন্যান্য শহরে সমাবেশ শুরু হয়।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ‘এখনই নির্বাচন’ এবং 'ইলাদ, আমরা দুঃখিত’ বলে স্লোগান দিচ্ছিলে।
পরে পুলিশ জোরপূর্বক তাদের ছত্রভঙ্গ করে দেয়। গাজায় যারা জিম্মি হয়েছে তাদের পরিবারের সদস্যরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে অংশগ্রহণ করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।