নারীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেন তিনি
রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১৮:৪৭
এক যুবতীর ছবি অনলাইনে ডাউনলোড করে, তা বিকৃত করে পোস্টার বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পোস্টারে ওই মহিলার ফোন নম্বরও দেওয়া হয়েছে। ভারতের আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় মাধবিন কামাথের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে কামাথের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম জানায়, আহমেদাবাদ সাইবার ক্রাইম দপ্তর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
মূলত সেই নারীর অচেনা একটি নম্বর থেকে ফোনে কুপ্রস্তাব পাওয়ার পর টনক নড়ে। জানা যায়, আহমেদাবাদের একটি প্রত্যন্ত এলাকায় থাকেন তিনি। গত ২০ দিন ধরে একটানা কুপ্রস্তাব পাওয়ার পর তিনি জানতে পারেন, কেউ তার ছবি ছড়িয়ে দিয়েছে। এরপরই তিনি আহমেদাবাদ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।
পরে পুলিশ যে জায়গায় পোস্টারগুলি লাগানো হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। দেখা যায়, স্কুটারে চড়ে এক ব্যক্তি পোস্টার লাগাচ্ছেন। সেই ফুটেজ ওই যুবতীকে দেখানো হলে তিনি কামাথকে চিহ্নিত করেন। এই মুহূর্তে ফ্রান্সে একটি প্রতিযোগিতায় খেলছেন কামাথ। জানা গেছে, তিনি দেশে ফিরলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।