থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু!
রাশেদ রাসেল | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১৮:৫৯
আমাদের দেশের মতো থাইল্যান্ডেও চলছে তীব্র তাপদাহ। তীব্র এই তাপদাহে থাইল্যান্ডে হিস্ট স্ট্রোকের ৩০ জনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চরম তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। নগরীতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এর আগে গতকাল বুধবার শহরটিতে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন। তার আগে ২০২৩ সালে দেশটিতে হিট স্ট্রোকে ৩৭ জনের প্রাণহানি ঘটেছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।