এমভি আবদুল্লাহ দেশে পৌঁছবে আগামী সোমবার
সুজন হাসান | প্রকাশিত: ১১ মে ২০২৪, ২০:১৫
সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার দীর্ঘ ৩৩ দিন পর গত ১৩ এপ্রিল ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। মুক্ত হওয়ার আট দিনের মাথায় গত ২১ এপ্রিল বিকেলে নাবিকসহ এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছে। জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়ে ২২ এপ্রিল।
ওই বন্দরে ৫০ হাজার মেট্রিক টন কয়লা খালাসের পর নতুন ট্রিপের পণ্য (পাথর) লোড করতে ইউএইর মিনা সাকার বন্দরে নিয়ে যাওয়া হয় জাহাজ। সেখানে ৫৬ হাজার টন চুনা পাথর নিয়ে এমভি আবদুল্লাহ গত ৩০ এপ্রিল দুবাই মিনা সাকার বন্দর থেকে দেশের পথে রওনা হয়।
এদিকে নাবিকদের অপেক্ষায় রয়েছেন তাঁদের পরিবার-স্বজনরা। কখন তাঁরা বাসায় আসবেন, সে প্রতীক্ষায় রয়েছেন। দুই মাস আগে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি দস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।
দীর্ঘ ৩৩ দিনের জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার ১৬ দিন পর জাহাজটি দুবাইয়ে পৌঁছেছিল। সেখানে কয়লা খালাসের পর গত ৩০ এপ্রিল দুবাই থেকে এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। অবশেষে জাহাজটি সোমবার বিকেলে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাচ্ছে।
কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, এমভি আবদুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। তিনি বলেন, ৫৬ হাজার মেট্রিক টন পাথর নিয়ে আগামী ১৩ মে বিকেল নাগাদ কুতুবদিয়ায় পৌঁছাতে পারে। সেখানে কিছু পণ্য খালাস করবে। এতে দুদিন সময় লাগতে পারে। তারপর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাকি পণ্য খালাস করবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।