নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৮

ছবি: সংগৃহীত

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন, যা ম্যাজিক ফিগারের কাছাকাছি। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ২১৪টি ভোটে এগিয়ে আছেন। ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে। ফ্লোরিডায় ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।

আবারও মুখোমুখি জুবায়ের-সাদপন্থিরা

বিশ্বব্যাপী ইসলাম ধর্মের দাওয়াতি সংগঠন তাবলিগ জামাতের দুই পক্ষ বাংলাদেশে আবারও মুখোমুখি অবস্থানে যাচ্ছে। বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা ঢাকায় মহাসমাবেশ করে দিল্লির মাওলানা সাদপন্থিদের হুঁশিয়ারি দিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, এবার মাওলানা সাদ কান্ধলভিকে কোনো অবস্থাতেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এর পাল্টা জবাব দিতে আজ জাতীয় প্রেস ক্লাবে হাক্কানি ওলামা-মাশায়েখ পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে মাওলানা সাদের অনুসারীরা।

আমির হোসেন আমু গ্রেপ্তার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাপস বিপথগামী হয়ে থাকলে দায়ী শেখ হাসিনা

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান ও গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তার মা মেহের নিগার চঞ্চল। তিনি বলেছেন, যে মামলায় তাপসকে গ্রেফতার করা হয়েছে, এতে সে জড়িত না। যদি বিপথগামী হয়েই থাকে এর জন্য শেখ হাসিনা দায়ী। বুধবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি যেন কোনো অবস্থাতে না হয়। চাঁদাবাজরা যত বড়ই প্রতাপশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, মোহাম্মদপুরের মতই গোটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনব।

প্রিয় বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

ফক্স নিউজের পূর্বাভাসে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। গণমাধ্যমটি তাদের পূর্বাভাসে বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট। অন্যদিকে এরইমধ্যে ট্রাম্পকে অভিনন্দনের বার্তা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে মোদি লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top