ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করছেন এফবিআই প্রধান
রাজীব রায়হান | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪
আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির এফবিআই প্রধান ক্রিস্টোফার রে।
বুধবার এফবিআই-এর অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে এফবিআই-এর পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলে নাম ঘোষণা করেছেন।
গতকাল বৈঠকে রে বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ব্যুরোর জন্য সঠিক জিনিসটি হলো বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং এরপর পদত্যাগ করা। এক কর্মকর্তা জানান, রে'র এমন ঘোষণার পর অনেকে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং কিছু দর্শককে কাঁদতেও দেখা গেছে।
২০১৭ সালে রে'কে ১০ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নেন ট্র্যাম্পই। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে উঠেন রে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, রে-এর পদত্যাগ আমেরিকার জন্য একটি চমৎকার দিন হবে।
এদিকে গত বুধবার ক্যাশ প্যাটেল বলেছেন, তিনি একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, সিনেটররা চমৎকার এবং আমি তাদের পরামর্শ এবং সম্মতি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আস্থা এবং এফবিআই-এর আইন-শৃঙ্খলা ও সততা পুনরুদ্ধারের জন্য উন্মুখ হয়ে আছি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই-এর কড়া সমালোচক হিসেবে পরিচিত ক্যাশ প্যাটেল। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নির্মূল করারও কথা বলেছেন। সূত্র: ইত্তেফাক ডিজিটাল
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।