সু কিসহ সকল নেতাদের মুক্তির দাবি যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২১, ১৯:২১

সু কিসহ সকল নেতাদের মুক্তির দাবি যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু কিসহ গ্রেফতারকৃত সকলকে মুক্তি দিতে অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা, অং সান সু কি এবং ক্ষমতাসীন দলের অন্যান্য প্রবীণ ব্যক্তিদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সোসাকি বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু কি এবং অন্যান্য বেসামরিক কর্মকর্তাদের গ্রেফতারসহ দেশের গণতান্ত্রিক উত্তরণকে নষ্ট করার পদক্ষেপ নিয়েছে এমন খবরে আমেরিকা সন্ত্রস্ত হয়ে পড়েছে।

নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যে কোনও প্রয়াসের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী ম্যারিসে পেইনও বলেছেন, আমরা সেনাবাহিনীকে আইনের শাসন মেনে চলতে আহ্বান জানায়। যেসব রাজনৈতিক নেতাকে বেআইনিভাবে আটক করা হয়েছে, আমরা তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top