সংসদ ভেঙে দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা
Nasir Uddin | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:৩৩

পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার (২৩ মার্চ) "হাউজ অব কমন্স" সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন ঘোষণার জন্য গভর্নর জেনারেলকে অনুরোধ জানান মার্ক কার্নি। গভর্নর তা গ্রহণ করে আগামী ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
নির্বাচনের আগে প্রচারণার জন্য কমপক্ষে ৩৬ দিন সময় দেওয়ার বিধান রয়েছে দেশটির পার্লামেন্টে। কার্নির দায়িত্ব নেওয়ার মাত্র ৯ দিনের জন্য মার্ক কার্নি ছিলেন প্রধানমন্ত্রী। এর আগে ১৮৯৬ সালে চার্লেস টাপার ছিলেন মাত্র ৬৯ দিনের জন্য দেশটির প্রধানমন্ত্রী।
কানাডার পার্লামেন্ট ‘হাউজ অফ কমেন্সের মোট আসন সংখ্যা ৩৪৩টি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য ১৭২টি আসন প্রয়োজন। আসন্ন ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত চারটি দল অংশ নিচ্ছে দেশটিতে। এর মধ্যে মার্ক কার্নির লিবারেল পার্টি, পিয়েরে পয়লিয়েভ কনজারভেটিভ পার্টি, জাগমিত সিং এনডিপি পার্টি, ইভস ফ্রান্সসয়েন্স ব্লানচেট, ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে অ্যান্ড জোনাথান পেডনলট যৌথভাবে গ্রিন পার্টি অফ কানাডা।
মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবির ফলে জনগণের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কানাডার সরকার যেভাবে কঠোর ও ঐক্যবদ্ধভাবে ওয়াশিংটনের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছে, তা অনেক কানাডিয়ানের সমর্থন পেয়েছে।
তবে লিবারেল পার্টিকে আগে থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাড়ির উচ্চমূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সংকটের কারণে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, তারা এখন বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে।
এ বছরের জানুয়ারিতেও কনজারভেটিভ পার্টি লিবারেলদের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ছিল এবং ধারণা করা হচ্ছিল যে তারা সহজেই বিজয়ী হবে। কিন্তু এখন পরিস্থিতি ১৮০ ডিগ্রি উলটে গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।