আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল, খলদারিত্বের বিরুদ্ধে দৃঢ়তা
রাজীব রায়হান | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৫:১৮

জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মুসল্লি ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে নামাজ আদায় করতে সমবেত হন। ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের মধ্যেও সমবেত হন তারা। যদিও ফিলিস্তিনিদের জন্য দিনটি আতঙ্ক ও শঙ্কার। জেরুজালেমেও ঈদের দিন কঠোর অবস্থান নেয় দখলদার বাহিনী।
ঈদের নামাজ আদায়ে রোববার (৩০ মার্চ) ভোর থেকেই আল-আকসায় জড়ো হতে থাকেন ফিলিস্তিনি মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনী মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে।
ইরান প্রেসের প্রতিবেদন বলছে, নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ব্যাপক তল্লাশির মুখে পড়তে হয়, তবে শেষ পর্যন্ত হাজারো মানুষ ঈদের নামাজে শরিক হন।
২০২৪ সালে আল-আকসায় ঈদের নামাজে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ হাজার মুসল্লি। তার আগের বছর, ইসরায়েলি আগ্রাসন চলার পরও ১০ লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ আদায় করেছিলেন। তবে চলমান যুদ্ধ ও নিরাপত্তা কড়াকড়ির কারণে এবারের চিত্রটা ভিন্ন। ঈদের নামাজে মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
মুসলিম বিশ্ব একাধিকবার আল-আকসায় মুসলিমদের ইবাদতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে। তবে ইসরায়েল এ পবিত্র স্থানে নামাজ আদায়ে কঠোরতা বজায় রাখছে। তবে এর মধ্যেও ফিলিস্তিনিরা আল-আকসায় ঈদের নামাজ আদায় করতে সমবেত হয়েছেন। যা দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের প্রতীক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।