শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ট্রাম্পের ঘোষণার পর কোন দেশ কী প্রতিক্রিয়া জানালো, বিশ্বনেতারা যা বলছেন

রাজীব রায়হান | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫, ১৯:২৬

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় সব দেশের ওপর আরোপ করা এই শুল্ক বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই ঘোষণাকে অনেকে ট্রেড ওয়ার বা শুল্ক যুদ্ধের সূচনা হিসেবে দেখছেন।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা বিশ্ব বাণিজ্যে বিরুপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্বনেতারা।

অন্যান্য দেশ মার্কিন পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছে, তার পাল্টা ব্যবস্থা হিসেবে ‘পারস্পরিক শুল্ক’ বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে ফিরে আসার পর তার এ ধরনের বাণিজ্য নীতির ফলে চলমান বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের ওপর কত পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করছেন, তার একটি তালিকা তুলে ধরেছেন।

এই দিনকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ অভিহিত করেন ট্রাম্প। এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, আজকের দিনকে আমেরিকান শিল্পের ‘পুনর্জন্ম’ এবং আমেরিকাকে ‘আবার সম্পদশালী’ করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে কখনো ‘বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়’।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা কার্যকর করা হবে আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিট থেকে। আর যেসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প, সেই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল মার্কিন স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিট থেকে।

ট্রাম্পের এই ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান ও শীর্ষ কর্মকর্তারা। বিশ্বজুড়ে শীর্ষ কর্মকর্তা এবং সরকারগুলোর প্রতিক্রিয়া হলো-

কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি
ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অটোমোবাইলের উপর আমেরিকান শুল্ক ’লাখ লাখ কানাডিয়ানকে’ সরাসরি প্রভাবিত করবে। আমরা পাল্টা ব্যবস্থা নিয়ে এই শুল্কের বিরুদ্ধে লড়াই করব। আমরা জি-৭ এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার
‘বাণিজ্য যুদ্ধ কারও স্বার্থে নয়। আমরা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।’

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়
ব্রাজিল সরকার দ্বিপাক্ষিক বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ মূল্যায়ন করছে, যার মধ্যে বৈধ জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্ব বাণিজ্য সংস্থার আশ্রয় নেয়াও অন্তর্ভুক্ত।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস
ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের কোনও যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এটি আমাদের দুই দেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে যায়। এটি কোনও বন্ধুর কাজ নয়। আজকের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে এবং এটি আমেরিকান পরিবারের জন্য ব্যয় বাড়িয়ে তুলবে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হ্যান ডাক-সু
বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ বাস্তবে পরিণত হওয়ায় সরকারকে বাণিজ্য সংকট কাটিয়ে উঠতে তার সমস্ত সক্ষমতা নিক্ষেপ করতে হবে।

নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে
যেখানে বাণিজ্য অবাধে প্রবাহিত হয় সেখানে নিউজিল্যান্ডের স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করা হয়... মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী। আমরা আরও তথ্য পেতে প্রশাসনের সঙ্গে কথা বলব এবং আমাদের রফতানিকারকরা এই ঘোষণার প্রভাব আরও ভালভাবে বুঝতে পারবেন।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
স্পেন তার কোম্পানি এবং কর্মীদের সুরক্ষা দেবে এবং একটি উন্মুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন
আমরা ক্রমবর্ধমান বাণিজ্য বাধা চাই না। আমরা বাণিজ্য যুদ্ধ চাই না... আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতার পথে ফিরে যেতে চাই, যাতে আমাদের দেশের মানুষ আরও ভালো জীবন উপভোগ করতে পারে।

সুইস প্রেসিডেন্ট কারিন কেলার-সাটার
ফেডারেল কাউন্সিল দ্রুত পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণ করবে। দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইন এবং মুক্ত বাণিজ্যের প্রতি আনুগত্য মূল মূল্যবোধ হিসেবে রয়ে গেছে।

ইউরোপীয় ইউনিয়নজুড়ে আমদানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শুল্ক কারও উপকারে আসে না। আমার এবং সরকারের অগ্রাধিকার হল আইরিশ চাকরি এবং আইরিশ অর্থনীতি রক্ষা করা।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির দিকে কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, যার লক্ষ্য এমন একটি বাণিজ্য যুদ্ধ এড়ানো যা অনিবার্যভাবে অন্যান্য বৈশ্বিক খেলোয়াড়দের পক্ষে পশ্চিমাদের দুর্বল করে দেবে।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লরা সারাবিয়া
আমরা জাতীয় শিল্প এবং আমাদের রফতানিকারকদের সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেব। সূত্র: ইত্তেফাক, ইনকিলাব

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top