সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪

Nasir Uddin | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫, ১২:২০

ফাইল ছবি

ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রোববার (৬ এপ্রিল) দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত চারজন নিহত ও নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি বলেছে, রাতবভর মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। হুথি নিয়ন্ত্রিত আল মাশিরাহর ফুটেজে দেখা গেছে হামলায় দুই তলা ভবন ধসে গেছে।

গত মাসে হুথিদের স্থাপনা লক্ষ্য করে কড়া হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত দুই শতাধিক হামলা চালানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top