চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করলেন ট্রাম্প, আজ থেকেই কার্যকর
Nasir Uddin | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১১:৩৩

চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা আজ বুধবার (৯ এপ্রিল) থেকেই এটি কার্যকর হবে। মঙ্গলবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে অনেক দেশই তাদের উপর ক্ষুব্ধ। এদের মধ্যে চীন কড়া পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করে পাল্টা শুল্ক। আর এ বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন। চীনকে সিদ্ধান্ত প্রত্যাহারের তাগিদ দেন। নয়তো ‘শাস্তি’ হিসেবে আরও ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেন।
ট্রাম্পের হুঁশিয়ারি আমলে নেয়নি চীন। প্রত্যাহার করা হয়নি যুক্তরাষ্ট্রের পর পারস্পরিক হারে আরোপিত শুল্ক। এতে হুঁশিয়ারি বাস্তবায়নের আদেশ জারি করেছেন ট্রাম্প। অর্থাৎ চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ আরোপ করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।