শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

চীন ছাড়া সব দেশের নতুন শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প

Nasir Uddin | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১১:০৯

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা তিন মাসের জন্য স্থগিত করছেন। তবে চীনের উপর আরোপিত শুল্ক বহাল রাখা হয়েছে। এই সময়ে দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। আর চীনা পণ্যের ওপর শুল্কের হার ১২৫ শতাংশে উন্নীত করেছেন ট্রাম্প।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, তিনি চীনের ওপর শুল্ক বাড়াচ্ছেন, যাতে বেইজিংকে আলোচনার টেবিলে আনা যায়। খবর বিবিসি ও সিএনএনের।

বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। এর আগে বাংলাদেশের শুল্ক ছিল ১৫ শতাংশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯০ দিন পুরোনো হারেই শুল্ক প্রযোজ্য হবে বাংলাদেশের।

যদিও এর আগে বাংলাদেশের জন্য আরোপিত ৩৭ শতাংশ শুল্ক আগামী তিন মাস স্থগিত রাখার অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুরোধ বিবেচনা করে শুল্ক স্থগিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ড. ইউনূস।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top