ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮

Nasir Uddin | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫১

ছবি: আল জাজিরা

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় রাস ইসা বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই হামলা চালানো হয় বলে হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাতে জানিয়েছে আল মাসিরাহ টিভি। এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো অন্যতম ভয়াবহ হামলা।

দেশটির স্বাস্থ্য-বিষয়ক অফিসের বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর এই হামলার লক্ষ্য হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। হামলায় ৩৮ জন নিহত হওয়ার পাশপাশি ১০২ জন আহত হয়েছেন। হুথিরা হতাহতের যে সংখ্যা বলছে এ নিয়ে তাৎক্ষণিকভাবে পেন্টাগনের তরফে কোনো কিছু জানানো হয়নি।

তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এক্সে দেয়া একটি পোস্টে বলছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেয়া।

ওয়াশিংটন জানিয়েছে, তারা ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top