শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভিসা জালিয়াতির অভিযোগে সৌদিতে আটক ৫ শতাধিক হজযাত্রী

Nasir Uddin | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৫১

ফাইল ছবি

ভিসা জালিয়াতির অভিযোগে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রীখৈ আটক করেছে সৌদি আরবের পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট এবং ভিজিট ভিসা ব্যবহার করছিলেন তারা। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির উপকূলীয় শহর জেদ্দার কিং আবদুলাজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাদের আটক করা হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে পুলিশ বলেছে, বৈধ হজ ভিসা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আটক করা হয়েছে এই যাত্রীদের। শিগগিরই তাদের মিসরে ফেরত পাঠানো হবে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ জনের বেশি মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, হজ পালনের জন্য সরকারি অনুমতি ছাড়াই ট্রানজিট ও ভিজিট ভিসা নিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন তারা। বর্তমানে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মিসরের পর্যটন মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে নাগরিকদের অফিশিয়াল চ্যানেল ছাড়া হজের প্যাকেজে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সৌদি গমনেচ্ছুদের ভিসার ধরন ও মেয়াদ যাচাই করার পরামর্শ দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সপ্তাহে ফ্লাইনাসের একটি ফ্লাইটে ১৩০ যাত্রীর মধ্যে মাত্র ৩৮ জনকে যেতে দেওয়া হয়। বাকিরা হালনাগাদ নিয়মে অকার্যকর ভিসা দেখাতে ব্যর্থ হন।

মিসরের বিমানবন্দর কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে যাত্রীদের নিজ নিজ সৌদি ভিসার ধরন ও বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তারা যাত্রীদের উদ্দেশ্যে বলেছে, যেন হজ মৌসুমে বিমান সংস্থার অফিসিয়াল ঘোষণা ও অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে তারপরই যাত্রার প্রস্তুতি নেন।

প্রসঙ্গত, হজ ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ এবং প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম এই ধর্মীয় অনুষঙ্গ পালনের জন্য সৌদি আরবের মক্কায় যান। তাই সৌদি সরকার হজ ব্যবস্থাপনাকে অত্যন্ত নিয়মতান্ত্রিক ও কঠোর নিরাপত্তার আওতায় পরিচালনা করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top