যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা করে যা বললেন নেতানিয়াহু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১১:৪০

ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এমন অবস্থায় গাজায় আক্রমণ জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। রোববার (২০ এপ্রিল) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।
সামরিক তথ্যের ভিত্তিতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।