মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের

Nasir Uddin | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ১৭:১৮

ফাইল ছবি

তহবিল স্থগিত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার সোমবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর, গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। তহবিল স্থগিত করা বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অভিযোগ—গবেষণা তহবিলে কয়েক বিলিয়ন ডলার কাটছাঁটের যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে তা স্বেচ্ছাচারিতা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলেও অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের ভাষ্য—নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে গিয়ে হোয়াইট হাউসের রোষানলে পড়তে হচ্ছে।

এই আইনি পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ও চুক্তি স্থগিত করেছে এবং আরও ১ বিলিয়ন ডলার কাটছাঁটের পরিকল্পনার কথা জানিয়েছে।

হার্ভার্ডের অভিযোগ, আবদার মেনে নিজেদের স্বকীয়তা থেকে সরে না আসায় এমন অসাংবিধানিক আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প।

মামলার ৫১–পৃষ্ঠার নথিতে হার্ভার্ড ২ দশমিক ২ বিলিয়ন ডলার তহবিল স্থগিতের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করতে আদালতকে অনুরোধ করেছে। পাশাপাশি গত ৩ ও ১১ এপ্রিলের চিঠিতে উল্লেখিত ‘অসাংবিধানিক শর্তাবলির’ ভিত্তিতে ভবিষ্যতে তহবিল স্থগিতের যেকোনো পদক্ষেপ প্রতিহত করতে আদালতের হস্তেক্ষেপেরও আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি গত সোমবার (১৪ এপ্রিল) প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন অবস্থান গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, তারা বিশ্ববিদ্যালয়টির জন্য ২৩০ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করছে।

ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী কিছু ভিসাধারীর তথ্য না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

গত শুক্রবার (১১ এপ্রিল) হার্ভার্ডকে লেখা এক চিঠিতে প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যবস্থা ও নেতৃত্বে সংস্কার আনার আহ্বান জানিয়েছিল প্রশাসন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাদ দেয়া, কিছু বিভাগে অডিট চালানোসহ প্রতিষ্ঠানটির কাছে বেশ কিছু দাবি জানানো হয়।

এরপর উত্তরে সোমবার (১৪ এপ্রিল) এক চিঠিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, কেন্দ্রীয় তহবিল ধরে রাখার আশায় তারা এসব দাবি মেনে নিতে পারবেন না। মূলত, ট্রাম্প প্রশাসনের দাবি প্রত্যাখ্যানের পরপরই বিশ্ববিদ্যালয়টির ওপর চড়াও প্রেসিডেন্ট ট্রাম্প।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top