নিষেধাজ্ঞা এড়াতে টিকটককে আরও সময় দেবেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ১৬:৪৮
 
                                        মার্কিন মুলুকে এখনও টিকটকের ওপর ঝুলছে নিষেধাজ্ঞার খরগ। তবে এখনই দেশটিতে নিষিদ্ধ হতে যাচ্ছে না ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। কেননা নিষেধাজ্ঞা এড়ানোর জন্য টিকটককে আবারও সময় বাড়িয়ে দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রির জন্য আরো ৯০ দিনের সময় দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তৃতীয়বারের মতো টিকটক বিক্রির সময়সীমা বাড়ানো হবে। ফলে ১৯ জুনের পরিবর্তে এখন সময় থাকবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী গত মঙ্গলবার হোয়াইট হাউজ এ ঘোষণা দেয়। খবর রয়টার্স।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পরই যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে বলা হয় টিকটককে। যদি কোম্পানিটি তা করতে না পারে, তাহলে অ্যাপটি বন্ধ করে দিতে হবে বলে আইনে উল্লেখ রয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান না টিকটক বন্ধ হয়ে যাক। তিনি চলতি সপ্তাহে নতুন একটি অতিরিক্ত নির্বাহী আদেশে সই করবেন, যাতে টিকটক চালু থাকে।’
তিনি আরো বলেন, ‘আগামী তিন মাস আমরা নিশ্চিত হব, যেন বিক্রির প্রক্রিয়া শেষ হয় এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রেখে ১৭ কোটি মার্কিন নাগরিক টিকটক নিরাপদে ব্যবহার করতে পারে।’
ট্রাম্প এর আগেও বলেছিলেন, টিকটক তরুণ ভোটারদের কাছে তার জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করেছে। সে কারণেও তিনি সময়সীমা বাড়াতে চান। এয়ার ফোর্স ওয়ানে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত সময় বাড়াতে হবে। চীনের অনুমতি লাগবে, তবে আমি মনে করি আমরা তা পেয়ে যাব।’
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।