৯ দিনের সংঘাতে নিহতের সংখ্যা জানাল ইরান
Nasir Uddin | প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১৭:৩২
 
                                        গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর। কয়েকদিনের মধ্যে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম ইরানে সরকারি আপডেট।
এর আগে গত সপ্তাহে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংঘাতে নিহতের সংখ্যা ২২৪ জন। তবে বাস্তব পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এক বিবৃতিতে জানায়, এই সংঘাতে অন্তত ৬৫৭ জন প্রাণ হারিয়েছেন।
সংঘাতের অব্যাহত পরিস্থিতি, তথ্যসংগ্রহে অসুবিধা এবং পৃথক উৎসের হিসাবের কারণে এই সংখ্যাগুলোয় বেশ ভিন্নতা দেখা যাচ্ছে।
অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে তাদের দেশে ২৪ থেকে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৫১৭ জন। নিহতদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছে তারা।
উল্লেখ্য, গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।