শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের বড় সিদ্ধান্ত: ২ শতাধিক পণ্যের শুল্ক প্রত্যাহার, কমবে দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২৩

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে একটি বড় পদক্ষেপ নিয়েছেন। তিনি গরুর মাংস, কফি, কলা এবং কমলার রসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন। গত বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি মোকাবেলার লক্ষ্যে। রয়টার্সের খবর অনুযায়ী, ট্রাম্প আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের মতো কয়েকটি দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য চুক্তির সমঝোতা করেছেন।

ট্রাম্প বলেন, কিছু খাদ্যপণ্যের দাম বেড়েছিল, তাই বর্ধিত দাম কমাতে এই পদক্ষেপ। যদিও তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই। মার্কিন ট্রেজারি মন্ত্রী জানিয়েছেন, জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি থেকেই এই নতুন চুক্তি করা হয়েছে, এবং ভবিষ্যতে আরও এমন চুক্তি আসবে।

মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এই সিদ্ধান্তের ফলে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম কমবে। এর আগে ট্রাম্প বিশ্বের ১০০টির বেশি দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন, যার ফলে বাজারে পণ্যের দাম বেড়ে গিয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top