রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

লিবিয়া উপকূলে নৌকা ডুবি: চার বাংলাদেশির মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৩

ছবি: সংগৃহীত

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর আল জাজিরা।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে দুটি নৌকা দুর্ঘটনার কবলে পড়ে।

প্রথম নৌকায় ছিলেন ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন যাত্রী—যাদের মধ্যে দুইজন মিশরীয়, বাকিরা সুদানের নাগরিক। যাত্রীদের সবার অবস্থা এখনো বিস্তারিত জানা যায়নি, তবে নৌকাটিতে আটজন শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান রুটে পরিণত হয়েছে। ফলে প্রায়ই দেশটির উপকূলে ঘটে নৌডুবি, নিখোঁজ ও প্রাণহানির ঘটনা।

লিবিয়ান রেড ক্রিসেন্ট উদ্ধার হওয়া যাত্রীদের ছবি প্রকাশ করেছে, যেখানে অনেককে থার্মাল ব্ল্যাঙ্কেটে মোড়ানো অবস্থায় দেখা যায়। উদ্ধারকৃত কয়েকজনের মরদেহ কালো বডিব্যাগে রাখা হয়েছে।

উদ্ধার কাজে অংশ নেয় লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ। পরে মরদেহগুলো স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হন এবং তারা মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূলে একের পর এক নৌডুবির ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটছে। এ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সভায় কয়েকটি দেশ লিবিয়ার অভিবাসী আটককেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top