ডেলিভারি ম্যান বাবার মেয়ে শিক্ষা দেওয়ার অসাধারণ দায়িত্ববোধ, নেটিজেনদের মন জয়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩১
পেশায় খাবার ডেলিভারি ম্যান হলেও নিজের কন্যার প্রতি দায়িত্বপালনে কোনো কসরত রাখেন না এক বাবা। খাবার ডেলিভারি করার ফাঁকে মেয়েকে পড়াশোনা শেখানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, সুইগি টিশার্ট পরিহিত ওই ব্যক্তি একটি ভবনের লিফটের কাছে বসে তার ছোট্ট মেয়েকে পড়াচ্ছেন। পরবর্তী অর্ডারের অপেক্ষার সময়েই বাবা মেয়ের সঙ্গে বসে বই নিয়ে পাঠ দেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাবা প্রতিটি ডেলিভারিতে মেয়েকে সঙ্গে নিয়ে যান এবং সময় পেলেই পড়াশোনা শেখান। সন্তানের প্রতি বাবার এই দায়িত্ববোধ ও ত্যাগ হাজারো নেটিজেনের প্রশংসা কুড়িয়েছে।
একজন নেটিজেন লিখেছেন, “একদিন এই মেয়ে তার বাবাকে গর্বিত করবে।” অন্য একজন মন্তব্য করেছেন, “প্রতিটি ডেলিভারি ইউনিফর্মের আড়ালে থাকে ভালোবাসা, ত্যাগ আর আশার এক বিশাল জগৎ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।