ইউক্রেনীয় ড্রোন হামলা ঠেকাতে রাশিয়ার কঠোর নতুন আইন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৬
ইউক্রেনীয় ড্রোন হামলা ও গুপ্তচরবৃত্তি থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় কঠোর আইন পাস করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে জ্বালানি অবকাঠামো পাহারায় রিজার্ভ বাহিনী মোতায়েন, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়ানোর অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ক্রেমলিনের এই পদক্ষেপ যুদ্ধ আরও দীর্ঘমেয়াদি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বহু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ার পাশাপাশি দেশে জ্বালানি তেলের দামও বেড়েছে। নতুন আইনে বলা হয়েছে, এসব তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারায় প্রায় ২০ লাখ রিজার্ভ সৈন্যকে কাজে লাগানো যাবে।
ড্রোন হামলায় মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের সম্ভাবনা কমাতে বিদেশফেরত রাশিয়ানদের সিম কার্ড ২৪ ঘণ্টা ব্লক রাখার নিয়ম চালু করা হয়েছে। দেশটির নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো কঠোর বিধানও অনুমোদন পেয়েছে।
গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার পাশাপাশি গুপ্তচরবৃত্তি ও নাশকতা রোধে শাস্তির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে মস্কো। নতুন আইনে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদেরও গুপ্তচরবৃত্তি বা আত্মঘাতী হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে বিচারের আওতায় আনা যাবে। এমনকি এসব অপরাধে যুক্ত থাকার প্রমাণ মিললে তাদের আজীবন কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এখন রাশিয়ার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালকেও ছাড়িয়ে যাওয়ার পথে। যদিও ক্রেমলিন যুদ্ধবিরতির জন্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে, বাস্তবে যুদ্ধ থামানোর কোনো রাজনৈতিক সদিচ্ছা নেই বলে মনে করছেন তারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।