শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, একাধিক শহরে তীব্র কম্পন,বড় বিপদের আশঙ্কা বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১১:৫২

ছবি: সংগৃহীত

শুক্রবার ভোরে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১৩৫ কিলোমিটার গভীরে, ফলে দেশজুড়ে নানা অঞ্চলে কম্পন অনুভূত হয়।

ভূকম্পবিদদের মতে, অগভীর ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি বিপজ্জনক, কারণ তরঙ্গ দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে তীব্রতা বাড়ায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে এবং বাড়ে বিপদের আশঙ্কাও।

 

আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষ সীমানায় অবস্থান করায় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প এখানে প্রায়ই অনুভূত হয়।

 

বিশেষত পাকিস্তান একাধিক সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ দেশের মধ্যে একটি।

 

বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তান ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ প্রান্তে;

পাঞ্জাব ও সিন্ধু ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে—এ কারণে এসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বদা বিরাজমান।

বেলুচিস্তান বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এটি আরব ও ইউরেশিয়ান প্লেটের সক্রিয় সীমানার খুব কাছে। পাঞ্জাবেও নিয়মিত কম্পন অনুভূত হয়, আর সিন্ধু তুলনামূলক কম ঝুঁকিতে থাকলেও ভূমিকম্প থেকে পুরোপুরি নিরাপদ নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য পরাঘাত পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে ও নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top